গত ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোট দেশজ উৎপাদন (জিডিপি)’র প্রবৃদ্ধি হয়েছে ৬.১২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার (৯ জুলাই) ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির এই তথ্য প্রকাশ করেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬.০১ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩.৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বিবিএস-এর হিসাব পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মাত্র ২.৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১৬৬ শতাংশ।
বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প, সেবা ও কৃষিসহ সব খাতেই প্রবৃদ্ধির হার অনেকটা বেড়েছে। সবচেয়ে বেশি ৭.০৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে।
গত জানুয়ারি-মার্চ সময়ে স্থিরমূল্যে জিডিপিতে যুক্ত হয়েছে ৮ লাখ ৬৩ হাজার ২০০ কোটি টাকা।