loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

‘তুফান’-এর ‘লাগে উরাধুরা’র আরেকটি সাফল্য


‘তুফান’-এর ‘লাগে উরাধুরা’র আরেকটি সাফল্য

ঈদ-উল-আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ছবিটি এখনো দাপটের সঙ্গে চলছে। রায়হান রাফি নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী। মুক্তির পরপরই সিনেমা হলে ‘তুফান’ দেখতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবিটি মুক্তির আগেই প্রকাশ পেয়েছিল ‘লাগে উরাধুরা’ গানটি, যেটি দর্শক দারুণভাবে পছন্দ করেছেন।

এবার ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’। গানটি সাপ্তাহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। মাত্র দুই মাসে এমন সাফল্য অভূতপূর্ব। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘লাগে উরাধুরা’ গানে রিল্স তৈরি হয়েছে প্রায় ছয় লাখ।

এই গানের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী (দেবশ্রী অন্তরা)। তাঁরা কণ্ঠ দিয়েছেন গানটিতে। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন, এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পার্ফম করেছেন মিমি চক্রবর্তী।

চরকি, আলফা আই, এসভিএফ-এর ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি বাংলাদেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বের ১৭টি দেশে রমরমা চলছে। ‘তুফান’-কে ইতোমধ্যে অলটাইম ব্লকবাস্টার ঘোষণাও দেওয়া হয়েছে।

Loading...