loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই


সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

জনপ্রিয় বাংলাদেশি সংগীত তারকা শাফিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হামিন আহমেদ জানান, শাফিন সম্প্রতি একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় যান। সেখানে কনসার্ট শুরুর আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাঁদের দুইজন কাজিন রয়েছেন, তাঁরা আপাতত শাফিনের কাছে আছেন। হামিন দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন। এর পর এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

শাফিন গান গাওয়ার পাশাপাশি বেইস গিটার বাজাতেন। তিনি বাংলাদেশে এই বাদ্যযন্ত্রটির সেরা বাদক ছিলেন। তিনি ব্যান্ডদল ‘মাইল্স’-এ গায়ক ও বেস গিটার বাদক হিসেবে কাজ করা ছাড়াও নিজের একক ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। তাঁর গাওয়া তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – ‘প্রথম প্রেমের মতো’, ‘ফিরিয়ে দাও’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘আজ জন্মদিন তোমার’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

শাফিন আহমেদের (ডাক নাম মুনা) জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তাঁর মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের মধ্যেই বড় হয়েছেন। তিনি শৈশবে বাবার কাছে শিখেছেন উচ্চাঙ্গসংগীত, আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

শাফিন তাঁর বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছেন। 

তিনি কিছু দিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীও হন।

Loading...