loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন


সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কারফিউ শিথিল থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। গত ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ফলে, সকাল থেকে কোনো ট্রেন স্টেশন ছেড়ে যায়নি।

এর আগে বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানিয়েছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তাঁরা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading...