loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

পিছিয়ে পড়ে আবারও জিতলো নারী ফুটবল দল


পিছিয়ে পড়ে আবারও জিতলো নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচে ৫-১ গোলের জয়ের ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়েছিল। ভুটান পুরো প্রথমার্ধেই লিড ধরে রেখেছিল। যাহােক, সেদিন দ্বিতীয়ার্ধে সাবিনা খাতুনদের অসাধারণ এক প্রত্যাবর্তন ঘটেছিল। থিম্পুতে শনিবার (২৭ জুলাই) আরেকবার প্রত্যাবর্তনের গল্প লিখলেন সাবিনারা। পিটার বাটলারের দল এদিন একটি নয়, বরং দুই গোলে পিছিয়ে পড়েছিল। তবে সেখান থেকেও ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানের জয় নিয়ে ভুটানে দুই ম্যাচের প্রীতি ফুটবলে শতভাগ সাফল্য নিয়েই শেষ করলো বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচেই শুরুতে গোল হজম করাটা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে কিছুটা ভাবনার কারণ হলো বটে বাংলাদেশ দলের জন্য। 

বাংলাদেশ দল শনিবার চতুর্দশ মিনিটে প্রতি-আক্রমণে প্রথম গোলটি হজম করে। ২১ মিনিটে হয়েছে দ্বিতীয় গোলটি। যাহোক, তাঁরা দুই গোলে খেয়ে দমে না-গিয়ে আক্রমণাত্মক খেলেছেন। ৩৪ মিনিটে সাবিনা প্রথম ব্যবধান কমান। অভিজ্ঞ এই স্ট্রাইকার লম্বা পাস থেকে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেছেন। বাংলাদেশ বিরতির আগেই সমতায় ফেরে; এবার সাগরিকা সমন্বিত আক্রমণ থেকে দৃষ্টিনন্দন শটে বল জালে জড়ান।

ম্যাচ ২-২ হয়ে যাওয়ার পরে বাংলাদেশই আধিপত্যও দেখিয়েছে। দ্বিতীয়ার্ধের দুটি গোলই করছেন রিতুপর্ণা চাকমা। প্রথমটি ৬২ মিনিটে, পরেরটি ৮৬ মিনিটে। ফলে, শেষ হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Loading...