loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

দেশে ফোর-জি মোবাইল ইন্টারনেট পুনরায় চালু


দেশে ফোর-জি মোবাইল ইন্টারনেট পুনরায় চালু

সারাদেশে রোববার (২৮ জুলাই) বিকেল থেকে মোবাইল ফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক তিন দিনের জন্য পাঁচ গিগাবাইট ইন্টারনেট বোনাস হিসেবে পাবেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সন্ত্রাসীদের পরিকল্পিত ধ্বংসযজ্ঞের কারণে সারাদেশে ইন্টারনেট-সেবা ব্যাহত হয়েছে। ফলে সরকারি ও বেসরকারি সেবাসহ ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যাহত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট সংযোগ মেরামত করা হয়েছে এবং ইতোমধ্যে সারাদেশে ব্রডব্যান্ড সেবাও চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হওয়ার ফলে গ্রাহকদের ক্রয়কৃত ডেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে মোবাইল অপারেটরদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক তিন দিন মেয়াদে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস হিসেবে পাবেন।

Loading...