loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

সংগীতশিল্পী জুয়েল আর নেই


সংগীতশিল্পী জুয়েল আর নেই

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। গায়কের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার (৩০ জুলাই) ১১টা ৫৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুয়েল গুরুতর অসুস্থাবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁতে নিবিড় পর্যবেক্ষণে ও লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জুয়েল ১৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। শুরু থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবা চলছিল।

প্রসঙ্গত, দেশে ব্যান্ড সংগীত যখন বেশ আলোচনায়, তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল। তাঁর সংগীতজগতে আবির্ভাব মা-বাবার অনুপ্রেরণাতেই। প্রথম শ্রেণিতে পড়ার সময় সংগীতে হাতেখড়ি। তিনি মঞ্চে প্রথম গান করেন চতুর্থ শ্রেণির ছাত্র থাকাবস্থায়।

জুয়েল ১৯৮৬ সালে ঢাকায় আসেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িত হন। তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। তাঁর দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তবে এর মধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি বেশি পরিচিতি লাভ করে।

Loading...