loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চলমান পরিস্থিতিতে ক্রেতাদের পোশাক কারখানার প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ


চলমান পরিস্থিতিতে ক্রেতাদের পোশাক কারখানার প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন – বিজিএমইএ নেতৃবন্দ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশে অবস্থানরত বিশ্বের নামী-দামী পোশাক ক্রেতা প্রতিনিধিদের সাথে  বৈঠক করেছে। রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পোশাক মালিকরা সাম্প্রতিক পরিস্থিতিতে পোশাকখাতে এর প্রভাব এবং এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের অবহিত করেছেন। বিজিএমইএ নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান। তাঁরা অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না-হয় – সে বিষয়ে ক্রেতাদের অনুরোধ করেন।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি এম এ মান্নান (কচি) সাংবাদিকদের বলেন, গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তাঁরা ক্রেতাদের জানিয়েছেন। সেই সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রভাব কমাতে তাঁদের ও সরকারের সর্বোচ্চ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জানান, দেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থে সরকার দ্রুততার সাথে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করেছে। তিনি উল্লেখ করেন, একইসাথে বন্দর পরিষেবা দ্রুততর করা এবং অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে আমদানি-রপ্তানিকারকরা যেন বন্দরে কোনো প্রকার ডেমারেজের শিকার না-হয় – সেই দাবির বিষয়ে সরকার সম্মত হয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পের গতি দ্রুত পুনরুদ্ধারে বন্দর, কেন্দ্রীয় ব্যাংক, এনবিআরসহ সার্বিক পরিস্থিতি তাঁরা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

বৈঠকে ক্রেতারা ইন্টারনেট সেবা ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় পোশাক পণ্য সময়মতো শিপমেন্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Loading...