loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না-করার আহ্বান


নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না-করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না-হয় – সেটি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ জুলাই) বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ গণমাধ্যমে দেখা যাচ্ছে। এই প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাঁকে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো।

এ-বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে বলে জানানো হয়।

Loading...