loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

বুধবার থেকে সব অফিস নিয়মিত সূচিতে


বুধবার থেকে সব অফিস নিয়মিত সূচিতে

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস নিয়মিত সময়ে চলবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ক্ষুদে বার্তায় মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ব্যাংক, আদালত ও বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের সময়সূচি অনুযায়ী অফিস পরিচালনা করবে।

কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময়ে অফিস চলার পরে বুধবার (৩১ জুলাই) থেকে আবারও নিয়মিত সময়ে অফিস চলবে। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় সরকার গত ২১-২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। কারফিউ শিথিল হওয়ার পরে সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেওয়া হয়; তবে অফিস সময় ছিল সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত।

গত ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলেছে। এর পর দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৮ থেকে ৩০ জুলাই সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলে।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে নিয়মিত সূচিতে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ছয়টা পর্যন্ত।

Loading...