loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে রেল সেবা চালু


বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে রেল সেবা চালু

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ অগাস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় বার্তা সংস্থা – বাসস’কে জানান, চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেইল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে। জানতে চাইলে তিনি আরও জানান, আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই বিষয়ে দুই-তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রাজধানীর রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে, রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে; কিন্তু রেলওয়ে পরে সেই সিদ্ধান্ত থেকে  সরে আসে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

Loading...