loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

  • কৃষক-জেলেদের জীবিকা সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

  • অমর একুশে বইমেলায় চতুর্থ দিনে নতুন বই ৪৭টি

  • স্বাস্থ্যখাত সংস্কারে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক সাতটি প্রস্তাব পেশ

  • ঢাকা মেট্রোরেল মে মাসে শুক্রবার সকালেও চলবে

অলিম্পিক ফুটবল: কোয়ার্টারে আর্জেন্টিনা, মরক্কো, মিশর, স্পেন


অলিম্পিক ফুটবল: কোয়ার্টারে আর্জেন্টিনা, মরক্কো, মিশর, স্পেন

অলিম্পিক ফুটবলের ‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা মঙ্গলবার (৩০ জুলাই) ইউক্রেনকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে। তিন ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট দলটির। আরেক ম্যাচে মরক্কো ৩-০ গোলে ইরাককে হারিয়ে এই গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টারে খেলবে। এদিন পরাজিত হয়ে বিদায় নিয়েছে ইরাক ও ইউক্রেন।

ইউক্রেনের বিপক্ষে হারলে ছিটকে যেতে হবে – এমন সমীকরণের ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকে চেষ্টা করেও গোল পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। তিনি ক্রিস্টিয়ান মেদিনার কাছ থেকে পাওয়া বল থেকে শট করে গোল করেন। এরপর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিও এচেভেরি।

একইদিন মিশর ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করেছে। অবশ্য, স্পেন হারলেও ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে উঠে গেছে।

Loading...