loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

শাফিন আহমেদের দাফন সম্পন্ন


শাফিন আহমেদের দাফন সম্পন্ন

সংগীতশিল্পী শাফিন আহমেদের দাফন ঢাকার বনানী কবরস্থানে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সম্পন্ন হয়েছে। এর আগে এদিন সকালে শাফিনকে শেষবিদায় জানাতে গুলশানের আজাদ মসজিদে জড়ো হয়েছিলেন পরিবার ও সহকর্মীসহ সংগীতাঙ্গনের অনেকে। ছিলেন অগ্রজ-অনুজ শিল্পীসহ কলাকুশলীরাও। শাফিনকে দেখে তাঁরা অশ্রু ধরে রাখতে পারেননি। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

শাফিন আহমেদ (৬৩) গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ গত ২৯ জুলাই ঢাকায় পৌঁছায়। এরপর তাঁর মরদেহ গুলশানে রাখা হয়।

শাফিন আহমেদের শেষ বিদায়ে তাঁকে শ্রদ্ধা জানাতে একে একে হাজির হন তাঁর ব্যান্ড মাইল্স-এর সদস্যবৃন্দ। অশ্রুসিক্ত নয়নে তাঁরা বিদায় জানান জনপ্রিয় এই তারকাকে। অন্যান্যের মধ্যে ছিলেন – শাহীন সামাদ, সাদিয়া আফরিন মল্লিক, ফোয়াদ নাসের বাবু, মাকসুদুল হক, পিলু খান, পার্থ বড়ুয়া, সাইদ হাসান টিপু, প্রিন্স মাহমুদ, শেখ মনিরুল আলম টিপু, কবির বকুল, লতিফুল ইসলাম শিবলী, আসিফ ইকবাল, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, কানিজ সুবর্ণা, শারমিন রমা, আরিফ, কিশোর, মুহিন প্রমুখ।

আজাদ মসজিদে জানাজা শেষে শাফিনের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। তাঁকে বাবার কবরে সমাহিত করা হয়। এ-সময় পাশে ছিলেন তাঁর ভাই তাহসিন আহমেদ, হামিন আহমেদ, স্বজনসহ ‘মাইল্স’-এর সদস্যরা।

শাফিন আহমেদের কবরের পাশেই তাঁর মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় কন্ঠশিল্পী, সুরকার ও বেইস গিটারবাদক শাফিন আহমেদের সংগীতজীবন ছিল প্রায় পাঁচ দশকের। তিনি এই সময়কালে শ্রােতাদের শতাধিক বাংলা ও ইংরেজি গান উপহার দিয়েছেন ‘মাইল্স’-এর অ্যালবামসমূহ এবং নিজের একক ও মিশ্র অ্যালবাম প্রকাশের মাধ্যমে।

এই কিংবদন্তি সংগীতব্যক্তিত্ব একটি মিউজিক প্রোডাকশন কোম্পানিও গড়ে তুলেছিলেন।

Loading...