loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার, বন্ধ থাকবে ১২ সিটি কর্পোরেশনের বিদ্যালয়


প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার, বন্ধ থাকবে ১২ সিটি কর্পোরেশনের বিদ্যালয়

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ আগামী রোববার (৪ অগাস্ট) থেকে খুলবে। বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। এছাড়া, পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ১২টি সিটি করর্পোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে (৩১ জুলাই) এ-তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লানিং সেন্টারগুলো আগামী ৪ অগাস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে।

সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Loading...