loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম পুনরায় চালু


ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম পুনরায় চালু

বাংলাদেশে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বুধবার (৩১ জুলাই) বিকেলে পুনরায় চালু হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) জানায়, এদিন দুপুর দুইটার পর থেকে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এদের পরিষেবাগুলো পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিটিআরসি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালুর এই সিদ্ধান্তের কথা জানান।

এদিন সকালে মেটা’র (ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম) এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পরে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে ই-কমার্স এবং এফ-কমার্স ব্যবসার সুবিধার্থে পুনরায় চালু হবে।

Loading...