loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে টাইগারদের রেকর্ড

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশিত


স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে। আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি (১ অগাস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, ১১ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। একইদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

৮ সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। একই দিন বিকেলে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষা ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ  হবে। ১৯ সেপ্টেম্বর স্ব স্ব বোর্ডে নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে।

উল্লেখ্য, চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাই-এর এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। ২১, ২৩ ও ২৫ জুলাই এর এসএসসি ও সমমান পরীক্ষা সব স্থগিত করা হয়। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিতব্য যেসব পরীক্ষা ছিল - তা স্থগিত করে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়।

Loading...