দেশে গত ৪ অগাস্ট কারফিউ জারি হলে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। লঞ্চ চলাচল দুইদিন বন্ধ থাকার পরে মঙ্গলবার (৬ অগাস্ট) আবারও চালু হয়েছে। মঙ্গলবার রাতে এ-তথ্য জানান চাঁদপুর নৌ-বন্দরের ট্যাফিক পরিদর্শক মো. শাহ আলম। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়েছে সাতটি লঞ্চ এবং সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে পৌঁছেছে আটটি লঞ্চ।
জানা গেছে, লঞ্চ চলাচল শুরু হলেও এদিন নির্ধারিত সময় ঠিক ছিল না। যাহোক, বুধবার (৭ অগাস্ট) থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে কর্তৃপক্ষ আশাবাদী।