শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ভারতে গৌতম গম্ভীরের অধ্যায় শুরু হয়েছিল। যাহােক, এই কোচ ওয়ানডে সিরিজেই মুদ্রার বিপরীত দিকটিও দেখলেন। ভারতীয় দল তাঁর অধীনে বুধবার (৭ অগাস্ট) সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে ১১০ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ খোয়ালো। স্বাগতিক দল কলম্বাের আর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে।
ফলে, তাঁরা ঘরের মাঠে ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার প্রতিশোধ নিলো এবং দীর্ঘ ২৭ বছর পরে প্রতিবেশীদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয় পেলো।
এর আগে শ্রীলংকা ১৯৯৭ সালে ভারতকে ওডিআই সিরিজে পরাজিত করেছিল।