loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জরুরি সেবার নম্বর নকল করে চাওয়া হচ্ছে পিন; সতর্কবার্তা জারি

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম পুনরায় চালু


সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম পুনরায় চালু

সারাদেশের ৫৩৮টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পুলিশ সদর দফতর থেকে শনিবার (১০ অগাস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অগাস্ট) বিকেল তিনটা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল।

Loading...