loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

ব্রাজিলকে হারিয়ে নারী ফুটবলে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়


ব্রাজিলকে হারিয়ে নারী ফুটবলে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল আসতে না-পারলেও নারীরা দাপট দেখাচ্ছিল। নারী দলটি কিংবদন্তি মার্তাকেও সোনার পদক দিয়ে বিদায়ের আশায় ছিল; সোনা জয়ের কাছেও চলে গিয়েছিল। যাহোক, দলটিকে ফাইনালে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায়ী হতে হলো। প্যারিসে শনিবার (১০ অগাস্ট) অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। শিরোপা জেতানো একমাত্র গোলটি করেছেন মেলোরি সোয়ানসন।

অলিম্পিকে নারীদের ফুটবলে সর্বোচ্চ স্বর্ণপদক জেতার রেকর্ড আগে থেকেই ছিল যুক্তরাষ্ট্রের। এবার পঞ্চম সোনা জিতে সেটা আরও উঁচুতে উঠলো।

ব্রাজিল নারীদের ফুটবল অলিম্পিকে স্বর্ণ জেতার কাছে গিয়ে বারবার যুক্তরাষ্ট্রের কাছেই ধরাশায়ী হয়ে এসেছে। তাঁরা তিনবার ফাইনাল হারলো একই প্রতিপক্ষের কাছে; তিনবারই মাঠে ছিলেন মার্তা। কিংবদন্তি এই ফুটবলারের এটি ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায় বেলাতেও তাঁকে হতাশ হতে হলো।

এদিন ম্যাচ হেরে হতাশায় ভেঙে পড়েন মার্তা। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে যান সতীর্থরা, প্রতিপক্ষের খেলোয়াড়রাও এসে মার্তাকে সান্ত্বনা দিয়েছেন।

ফাইনাল ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি এসেছে ৫৫ মিনিটে। বক্সের ভেতর নিখুঁত শটে বল জালে জড়িয়ে আনন্দে মেতে উঠেন সোয়ানসন। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা বেশ ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছিল বটে, তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি।

Loading...