loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিএসইসি’র চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেওয়া হবে


কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিএসইসি’র চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেওয়া হবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে রোববার (১১ অগাস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

গভর্নর নিয়োগে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি-না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গভর্নর নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। বিএসইসি’র চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি কেউ অস্থিরতা তৈরি করে থাকে – তাহলে তাঁদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না – সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা নেই – বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে বর্তমান সময়ের কারণে, কেউ কেউ টাকা নিয়ে চলে যাবে ... এটা ঠেকানোর জন্য। এটিএম বুথে ঝামেলা নেই বলে তিনি উল্লেখ করেন।

কর্মকর্তাদের জন্য কি বার্তা দিলেন – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন, কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সাথে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা ও জবাবদিহি রাখতে হবে।

Loading...