loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

ইন্টার-মার্টিনেজের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বৃদ্ধি


ইন্টার-মার্টিনেজের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বৃদ্ধি

আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকবেন। সিরি-আ চ্যাম্পিয়ন ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃবিতে সোমবার (১২ অগাস্ট) এ-তথ্য জানানো হয়েছে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ইন্টারের বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবটি লাউতারো মার্টিনেজের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবের চুক্তি সম্পন্ন হয়েছে।

আগের চুক্তিটি দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

ইন্টার সভাপতি জিউসেপ্পি মারোত্তা গত মাসে জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে লাউতারোর সাথে নতুন চুক্তি সম্পর্কে আলোচনা সম্পন্ন করেছেন। কিন্তু কোপা আমেরিকার জন্য ছুটিতে থাকার কারণে নতুন চুক্তির ঘোষণা দেয়া হয়নি।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পিছনে লাউতারোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটিসহ পুরো টুর্নামেন্টে পাঁচ গোল করেছেন। এছাড়া ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড গত চার মৌসুমে ইন্টারকে দ্বিতীয় সিরি-আ শিরোপা জয়েও সহযোগিতা করেছেন। ইন্টার চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৯ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে লিগ শিরোপা ঘরে তোলে। এই জয়ে অধিনায়ক লাউতারো ৩৩ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেন।

লাউতারোর থাকার সিদ্ধান্তে সিরি-আ চ্যাম্পিয়ন দলটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ইন্টার সাম্প্রতিককালে দু’টি সিরি-আ শিরোপাসহ সাতটি শিরোপা জয় করেছে। এছাড়া তাঁরা দু’টি ইউরোপিয়ান ফাইনালেও খেলেছে।

ইন্টার আগামী শনিবার জেনোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁদের সিরি-আ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে।

Loading...