loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

সিটি স্ট্রাইকার আলভারেজ এখন অ্যাটলেটিকো মাদ্রিদে


সিটি স্ট্রাইকার আলভারেজ এখন অ্যাটলেটিকো মাদ্রিদে

স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটি থেকে দলে এনেছে। এক বিবৃতিতে সোমবার (১২ অগাস্ট) অ্যাটলেটিকো জানায়, আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের ব্যাপারে ম্যানচেস্টার সিটির সাথে তাঁদের সমঝোতা হয়েছে। আগামী ছয় মৌসুমের জন্য আলভারেজ তাঁদের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জন্য অ্যাটলেটিকো প্রায় ৭৫ মিলিয়ন ইউরো ব্যয় করবে। সাথে বোনাস হিসেবে সম্ভাব্য আরও কিছু রয়েছে।

২৪ বছর বয়সী আলভারেজ ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন। তিনি এই দুই বছরে দু’টি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জয়ের কৃতিত্ব দেখান।আলভারেজ ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জয়ে বিশেষ অবদান রাখেন। তিনি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন।

সিটির ক্লাব ওয়েবসাইটে আলভারেজ বলেছেন, ‘দুর্দান্ত একটি ক্লাবকে আজ আমি বিদায় জানাচ্ছি। এখানে অনেক আবেগ জড়িয়ে আছে। এই দুই বছর ছিল আমার জীবনের বিশেষ দু’টি বছর। এ-সময়ের মধ্যে আমি নিজেকে পরিণত করেছি, অনেক কিছু শিখেছি। একজন খেলোয়াড় ও একইসাথে একজন ব্যক্তি হিসেবে নিজের উন্নতির চেষ্টা করেছি।’

আলভারেজ ম্যানসিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছেন।

সিটি বস পেপ গার্ডিওলা বলেছেন, ‘দলের সবাই তাঁকে পছন্দ করতো। কিন্তু আমি প্রায়ই অনেক খেলোয়াড়কে বলেছি – সে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য ক্লাব ছাড়তে চায়।’

দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আলভারেজ ছাড়াও রবিন লি নরমান্ড ও আলেক্সান্দার সোরলোথকে দলে ভিড়িয়েছে। দলটি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাথে আবারো লড়াইয়ে ফিরে আসার জন্যই শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে। অ্যাটলেটিকো গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল।

অ্যাটলেটিকো আগামী ১৯ অগাস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা-লিগায় তাঁদের নতুন মিশন শুরু হবে।

Loading...