ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল ২৬ দিন পরে মঙ্গলবার (১৩ অগাস্ট) শুরু হয়েছে। এদিন সকাল থেকে এই রুটে ট্রেন পুনরায় চালুু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের স্টেশন মাস্টার। গত ১৮ জুলাই কোটা সংস্কারের আন্দোলন চলাকালে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
স্টেশন মাস্টার বলেন, গত ১৮ জুলাই দেশব্যাপী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ থেকে সকাল আটটায় ছেড়ে যাওয়া ট্রেনটি আর ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতির পরে এদিন থেকে সেবা আবার চালু হয়েছে।
তিনি জানান, এই রুটে আগের মতো প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করবে।