loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

বার্সার মৌসুম শুরু ম্যাচ জিতে


বার্সার মৌসুম শুরু ম্যাচ জিতে

এফসি বার্সেলোনা স্পেনের লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে। দলটি শনিবার (১৭ অগাস্ট) রবার্ট লেভান্ডস্কির দুই গোলে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে। হ্যান্সি ফ্লিকের নতুন বার্সা প্রতিপক্ষের মাঠে প্রথমে পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয়।

এদিন ভ্যালেন্সিয়া ৪৪ মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায়। লেভা সেই গোল প্রথমার্ধের যোগ করা সময়ে শোধ দেন। বার্সা দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে লেভান্ডস্কির মাধ্যমেই লিড নেয়। 

ম্যাচের বাকি সময় দুই দলই চেষ্টা করেও আর জাল স্পর্শ করতে পারেনি।

বার্সার পরের ম্যাচ আগামী শনিবার (২৪ অগাস্ট) অ্যাথলেটিক ক্লাব বিল্বাওয়ের বিপক্ষে।

Loading...