loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মানুষের কল্যাণে আইনজীবীদের কাজ করতে হবে: শফিকুর রহমান

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

  • নববর্ষ জাতীয়ভাবে একসঙ্গে উদযাপনের উদ্যোগ

  • ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

  • ঈদের ছুটিতে চিকিৎসাসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা জারি

এবার জার্মান সুপার কাপ জিতলো আলোন্সোর লেভাকুজেন


এবার জার্মান সুপার কাপ জিতলো আলোন্সোর লেভাকুজেন

জার্মানির ক্লাব বায়া লেভাকুজেন গত মৌসুম যেখানে শেষ করেছিল, নতুন মৌসুমে যেন সেখান থেকেই সূচনা করলো। দলটি গত মৌসুমের শেষ ম্যাচে জার্মান কাপের শিরোপা জিতেছিল; আর এবার নতুন মৌসুমের শুরুতে তাঁরা জিতলো জার্মান সুপার কাপের শিরোপা। শনিবার (১৭ অগাস্ট) লেভাকুজেন-স্টুটগার্টের ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়, জাবি আলোন্সোর দল সেখানে ৪-৩ গোলে জিতে শিরোপা অর্জন করে।

এদিন বে-অ্যারেনায় লেভাকুজেন একাদশ মিনিটে ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায়। অবশ্য তাঁরা চার মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি; এনজো মিলট পঞ্চদশ মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান (১-১)।

লেভাকুজেন ৩৭ মিনিটে বড় এক ধাক্কা খায়। বিপজ্জনকভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্টিন টরিয়রকে। লেভাকুজেনকে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে।

স্টুটগার্ট ৬৩ মিনিটে এগিয়ে যায় (২-১)। এরপর লেভাকুজেনের পরাজয় যখন ছিল অনেকটা সময়ের ব্যাপার। যাহোক, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি গত মৌসুমের মতো ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফিরে আসে। তাঁরা ৮৮ মিনিটে প্যাটট্রিক শিকের গোলে সমতায় ফেরে।

বাকি সময় আর কোনো গোল না-হলে ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে; যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে আলোন্সোর দল।

জাভি আলোন্সো দায়িত্ব নেওয়ার পরে এটি লেভাকুজেনের তৃতীয় শিরোপা। দলটি এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল।

Loading...