loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

রোনাল্ডোর আল নাসরকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন আল হিলাল


রোনাল্ডোর আল নাসরকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন আল হিলাল

আল হিলাল ৫৫ থেকে ৭২ – মাত্র ১৭ মিনিটের মধ্যে চার-চারটি গোল করে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো। ফাইনালে হঠাৎ খেই হারিয়ে লন্ডভন্ড হয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর হারলো ৪-১ গোলেই। আল হিলাল গত বছরের ফাইনালে করিম বেনজেমা-এন'গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এটি নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতলো।

সৌদি আরবের আবহার প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ স্টেডিয়ামে শনিবার (১৭ অগাস্ট) সুপার কাপ ফাইনালে আল নাসর ৪৪ মিনিটের রোনাল্ডোর গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আল হিলালের দুই সার্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ-সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফেরান সাভিচ। এরপর ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচটাকে সিআর সেভেনদের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ।

দলকে একের পর এক গোল খেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন রোনাল্ডো।

গত মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে আল নাসরের। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে তাঁদেরকে শিরোপাবঞ্চিত হতে হয়েছে।

Loading...