বাংলাদেশ দল মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। আইসিসি (১৮ অগাস্ট) ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মালয়েশিয়ায় আগামী বছর ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে – অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। গ্রুপের আরেকটি দল এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে।
মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের চারটি স্টেডিয়ামে হবে ৪১টি ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।
টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি। ওই ম্যাচের প্রতিপক্ষ হবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ তারিখ। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ জানুয়ারিতে।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সেই আসরে সুপার সিক্সে চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে খেলতে পারেনি। দলটি সুপার সিক্সের টেবিলের তৃতীয় স্থান পেয়েছিল। ভারত সেবার ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
গ্রুপ এ » ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি » ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি » নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ডি » অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, এশিয়া বাছাই