loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

প্রিমিয়ার লিগে ম্যানসিটির শুভ সূচনা


প্রিমিয়ার লিগে ম্যানসিটির শুভ সূচনা

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে চেল্সির বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এদিন আর্লিং হালান স্টামফোর্ড ব্রিজে (১৮ অগাস্ট) শততম ম্যাচে গোল করে মাইলফলক স্পর্শ করেছেন। ম্যানসিটির দ্বিতীয় গোলটি এসেছে মাতেও কোভাসিচের কাছ থেকে।

হালান ২০২২-২৩ মৌসুমে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ২০২৪-২৫ মৌসুমের প্রথম লিগ ম্যাচটি ছিল তাঁর শততম ম্যাচ। তিনি সিটির জার্সিতে অষ্টাদশ মিনিটে নিজের ৯১তম গোলটি করেন।

চেল্সি প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে একবার বল জড়িয়েছিল; কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। 

গোল বাতিল হয়েছে সিটিরও; ৬৫ মিনিটে হালানের কাছে থেকে বল পেয়ে গোল করেছিলেন নিকো লুইস। তবে এর আগেই হালান ফাউল করায় বাতিল হয় সেই গোল।

কোভাসিচ ৮৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে সিটির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। এই ক্রোয়াট মিডফিল্ডার প্রায় ২২ গজ দূর থেকে জোরালো জাল স্পর্শ করেন।

Loading...