loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

জিততে পারেনি রিয়াল, লা লিগা অভিষেকে এমবাপে হতাশ


জিততে পারেনি রিয়াল, লা লিগা অভিষেকে এমবাপে হতাশ

কিলিয়ান এমবাপের বহু প্রতীক্ষিত লা লিগা অভিষেক হলো রোববার (১৮ অগাস্ট)। যদিও মায়োর্কা সেটা স্মরণীয় হতে দেয়নি। দলটি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে। এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে গড়া দলটির শুরুটা ভালোই ছিল; গোলও পেয়ে যায় মাত্র ১৩ মিনিটে। স্বদেশী ভিনির ব্যাক হিল থেকে জাল কাঁপান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বিপরীতে প্রতি-আক্রমণ থেকে ভালো জবাব দিয়েছে মায়োর্কা। 

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপের ওপর। তিনি বুধবার (১৮ অগাস্ট) ইউয়েফা সুপার কাপের শিরোপা জিতে রিয়ালের হয়ে নিজের যাত্রা শুরু করলেও লা লিগায় অভিষেকটা স্বাভাবিকভাবেই বিশেষ কিছু। কিন্তু এমবাপে এদিন ভালো খেলেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি। মায়োর্কার মাঠে রিয়াল ড্র করেছে ১-১ গোলে। এমবাপে ম্যাচে একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও কখনো ফিনিশিং ব্যর্থতায়, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাননি। আর রিয়ালও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি। ফলে, হতাশ হয়েছেন এমবাপে।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এদিন মায়োর্কার বিপক্ষে ইউয়েফা সুপার কাপের একাদশ নিয়েই দলকে নামিয়েছিলেন। অর্থাৎ, প্রথম থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম ও এমবাপে! এ-রকম এক আক্রমণভাগ নিয়ে শুরু থেকে দাপুটে ফুটবলই খেলেছে রিয়াল। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল ছিল তাঁদের কাছে। অবশ্য বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়েছে মায়োর্কা। 

রিয়াল ত্রয়োদশ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায়। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক ব্যাকহিলে বল পান রদ্রিগো। এরপর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জায়গা বের করে নিয়ে দুর্দান্ত শটে গোল করেন।

গোল করে দারুণ কিছু আক্রমণে মায়োর্কার রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিলেন ভিনিসিয়ুস-এমবাপেরা; তবে গোল আসেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বর্তমান চ্যাম্পিয়ন দলটি ৫৩ মিনিটে বড় ধাক্কা খায়। ভেদাত মিউরিকি জোরালো হেডে গোল করে মায়োর্কাকে সমতায় ফেরান। রিয়াল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল করতে পারেনি । উল্টো তাঁরা আবার ধাক্কা খায় ম্যাচের যোগ করা সময়ে ফেরলান্দ মেন্দি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। রক্ষণভাগে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে – কোথায় আমাদের ভুল ছিল।’

Loading...