loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

মেট্রোরেল চলবে রোববার থেকে


মেট্রোরেল চলবে রোববার থেকে

ঢাকা মেট্রোরেল রোববার (২৫ অগাস্ট) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু হবে। সাপ্তাহিক বন্ধ আগের মতোই (শুক্রবার) থাকবে। মেট্রোরেল অনিবার্য কারণবশত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শনিবার ( ২৪ অগাস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডিএমটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে পাওয়া যাবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটের পরে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া রেলসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে।

রাত ৮টা ৫০ মিনিটের পরে মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হবে।

Loading...