loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয়ে ঢাবি’র জরুরি নির্দেশনা জারি

  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু

  • ড্যাফোডিল কম্পিউটার্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

  • বিপিএল টি-২০: টিকিট কেনা যাবে অনলাইনে ও ব্যাংকে

  • চবি স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত

ভায়োকানোয় যোগ দিয়ে লা লিগায় ফিরলেন রদ্রিগেজ


ভায়োকানোয় যোগ দিয়ে লা লিগায় ফিরলেন রদ্রিগেজ

স্পেনের ক্লাব রায়ো ভায়োকানো প্লে-মেকার হামেস রদ্রিগেজকে ফ্রি-ট্রান্সফারে দলে ভিড়িয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক এই অভিজ্ঞ ফুটবলার এবারের গ্রীষ্মে কোপা আমেরিকায় রানার্স-আপ কলম্বিয়া দলের অধিনায়ক ছিলেন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। ৩৩ বছর বয়সী রদ্রিগেজ তাঁর সাম্প্রতিক ব্রাজিলিয়ান দল সাও পাওলো থেকে মাদ্রিদের ক্লাব রায়োতে যোগ দিলেন। রায়ো ভায়োকানো এ-বছর তাঁদের শতবর্ষ পালন করছে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রায়ো এই তারকা স্ট্রাইকারকে একটি বিশেষ মৌসুমে দলে ভিড়িয়েছে। ক্লাব এবার শততম বছর পালন করছে। সাহসিকতা ও ঐতিহ্যের দিক থেকে রায়ো নিজেদের সবসময়ই প্রমাণের চেষ্টা করেছে।’

২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী রড্রিগেজ সেই বছর মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তিনি লস ব্ল্যাঙ্কোস-এর হয়ে দু’টি লা লিগা ও দু’টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন।

এই কলম্বিয়ান তারকা ২০২০ সালে মাদ্রিদ ছাড়ার আগে দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলেছেন। তিনি ২০২৩ সালে সাও পাওলোতে যাওয়ার আগে কাতার ও গ্রিসেও খেলেন।

Loading...