কোনো খেলোয়াড় নতুন ক্লাবে প্রথমবার খেলতে নেমে এর চেয়ে আর বেশি কি-আর চাইতে পারেন! স্পেন জাতীয় দলের খেলোয়াড় দানি ওল্মো এফসি বার্সেলোনার মূল দলে মঙ্গলবার (২৭ অগাস্ট) সকালে নিবন্ধনের পরে রাতেই লা লিগায় রায়ো ভায়েকানো বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে যখন নামলেন, তাঁর দল তখন পিছিয়ে ০-১ গোলে। বার্সার জার্সিতে ওল্মোর অভিষেকের ১৫ মিনিট পরে (৬০ মিনিটে) পেদ্রির গোলে দলটি সমতা ফেরে। এর পরে ওল্মো ৮২ মিনিটে রায়োর মাঠে বার্সাকে তিন পয়েন্ট এনে দেওয়ার কাজটা করেন। বুন্দেসলিগা ক্লাব আর বি লাইপজিগ থেকে বার্সায় যোগ দেওয়া এই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে দলের পক্ষে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন।
২-১ গোলের এই জয় বার্সাকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই রাখলো। ক্যাটালান পরাশক্তি ক্লাবটি এবারের লা লিগায় একমাত্র দল হিসেবে তিন ম্যাচে তিনটিতেই জিতেছে। অন্তত এই রাউন্ডে অন্য কোনো দলের পক্ষে বার্সাকে ছোঁয়া সম্ভব হবে না।
ওল্মোর জন্ম স্পেনে, বেড়ে ওঠা স্পেনে; তবে সিনিয়র ফুটবলে মঙ্গলবারই প্রথমবার কোনো স্প্যানিশ ক্লাবের হয়ে খেললেন। বার্সার যুব দলে ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত খেলা ওল্মোর পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেব-এ। তিনি সেখানে ছয় বছর কাটিয়ে ২০২০ সালে জার্মান ক্লাব রেড বুল লাইপজিগ-এ যোগ দেন । চার বছর জার্মানিতে খেলার পরে এবার বার্সায় ফিরলেন ইউরোজয়ী স্পেন দলের এই খেলোয়াড়।
ম্যাচের পর বার্সার নতুন কোচ হান্সি ফ্লিক দলের নতুন খেলোয়াড়ের প্রশংসাই করেছেন, ‘সে গোল করেছে; আর এ-কারণেই তাঁকে দলে পেয়ে আমার খুশি। এই তিন পয়েন্ট আমাদেরই প্রাপ্য ছিল।’
বার্সা টানা তৃতীয় জয় পেলেও একটু অস্বস্তি নিয়েই ম্যাচ শেষে করেছে। ১৭ বছর বয়সী মিডফিল্ডার মার্ক বেরনাল হাঁটুর চোটে মাঠ ছেড়েছেন। কোচ ফ্লিক জানালেন পুরো দলই মুষড়ে পড়েছে এই ঘটনায়, ‘আমরা জিতেছি, ঠিক আছে; কিন্তু আপনি যদি ড্রেসিংরুমটা দেখতেন... সবার মন খারাপ ছিল।’
এদিনের ম্যাচটা স্টেডিয়ামে দর্শক হিসেবে দেখেছেন ভায়োকানোর নতুন খেলোয়াড় কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ।