বাংলাদেশ ব্যাংক এই সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের পরিমাণ আরও এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তোলা যাবে। কেন্দ্রীয় ব্যাংক শনিবার (৩১ আগস্ট) এই নির্দেশনা দিয়েছে।
দেশে ক্ষমতার পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ব্যাংক এ-রকম নির্দেশনা জারি করছে। গত সপ্তাহে নগদ উত্তোলনের সুযোগ ছিল সর্বোচ্চ চার লাখ টাকা; তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে – সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ টাকা উত্তোলন করতে না-পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারছেন।