loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

পূর্বাচলের স্টেডিয়ামের জন্য বাজেট প্রদান করা সম্ভব নয়: ফারুক


পূর্বাচলের স্টেডিয়ামের জন্য বাজেট প্রদান করা সম্ভব নয়: ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র  সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, পূর্বাচলে স্টেডিয়ামের জন্য এই মুহূর্তে বড় বাজেট বহন করা সম্ভব নয়। তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পূর্বাচলে নৌকা আকৃতির বড় স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছিলেন, যার নামকরণ করা হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। তিনি এই প্রকল্পকে বড় স্বপ্ন হিসেবে উল্লেখ করেছিলেন। পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনকালে শনিবার (৩১ অগাস্ট) ফারুক বলেন, ‘দু’টি মাঠ নিয়ে একটি বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে এই স্টেডিয়ামের জন্য আমরা এত বড় বাজেট বরাদ্দ করতে পারবো-না। এজন্য আমরা এই প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

অবশ্য এই মুহূর্তে ক্রিকেটের জন্য একটি মাঠ ব্যবহারের পরিকল্পনা আছে বিসিবি’র। ফারুক বলেন, ‘আমরা মূল নকশার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করবো এবং খেলার মাঠের প্রয়োজনীয় উপাদানগুলোতে ফোকাস করবো। আপাতত আমরা প্রথমে একটি মাঠ দিয়ে শুরু করবো, তারপর পাশের মাঠটিকে ক্রিকেটের উপযোগী করে তোলার চেষ্টা করবো। খুব শিগগিরই এর কাজ শুরু হবে।’

বিসিবি ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে স্টেডিয়ামের জন্য বড় জায়গা পেয়েছে।

ফারুক বলেন, ‘আমরা ইতোমধ্যে এই বিষয়ে পরামর্শের জন্য বিনিয়োগ করেছি। কোনো বড় পরিবর্তন না-করেই এটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ আপনি রাতারাতি সবকিছু করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘প্রথমত, আমরা খেলার মাঠ এবং ড্রেসিং রুম তৈরি করবো। স্টেডিয়াম নিয়ে তাঁদের পরিকল্পনাটি আমি দেখিনি। এখন এ-বিষয়ে মন্তব্য করতে পারছি-না। আমরা মূল নকশার সাথে সামঞ্জস্য রেখে মাঠ এবং ড্রেসিংরুম তৈরি করার চেষ্টা করবো।’ 

Loading...