loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

বুন্দেসলিগায় লেভাকুজেনের অপরাজেয় যাত্রায় ছেদ


বুন্দেসলিগায় লেভাকুজেনের অপরাজেয় যাত্রায় ছেদ

জার্মানির ক্লাব বায়া লেভাকুজেন বুন্দেসলিগায় শনিবার (৩১ অগাস্ট) ম্যাচের শেষ দিকে গোল খেয়ে আর বি লাইপজিগ এর কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। এদিন লাইপজিগ ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে এক গোল শোধ করে প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে। দলটি ৫৭ মিনিটে সমতায় ফিরে ৮০ মিনিটে জয়সূচক গোলে মাধ্যমে স্মরণীয় এক জয় অর্জন করলো। পক্ষান্তরে, জাবি আলোন্সোর শিষ্যরা বুন্দেসলিগায় প্রায় দেড় বছর পরে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ায় তাঁদের টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভঙ্গ হলো।

লেভাকুজেন গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল – ইউরোপা লিগের ফাইনালে, অ্যাটালান্টার বিরুদ্ধে। আর বুন্দেসলিগায় দলটি সর্বশেষ হেরেছিল ২০২২-২৩ মৌসুমের শেষে ভিএলএফ বোখুম-এর কাছে। অন্যদিকে, লাইপজিগ এদিন লেভাকুজেনকে হারিয়ে নিজেদের অপরাজেয় যাত্রাটা ১৩-তে নিয়ে গেলো।

ম্যাচ শেষে আলোন্সো বলেছেন, ‘এটা ভালো ইঙ্গিত নয়; আমাদেরকে শোধরাতে হবে এবং আরও ভালো খেলতে হবে। তবে (এই ম্যাচের) অনেক ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছি। পরাজয়টা আমাদের প্রাপ্য ছিল বলে মনে করি-না।’

Loading...