loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

অপ্রতিরোধ্য হালানের হ্যাটট্রিকে ম্যানসিটি’র জয়


অপ্রতিরোধ্য হালানের হ্যাটট্রিকে ম্যানসিটি’র জয়

আর্লিং হালান হ্যাটট্রিক করাকে এক নৈমিত্তিক কাজ বানিয়ে ফেলেছেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তিন ম্যাচে করেছেন টানা দুই হ্যাটট্রিক। ম্যানচেস্টার সিটি তাঁর হ্যাটট্রিকের সুবাদে শনিবার (৩১ অগাস্ট) ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে।

ম্যানসিটির হয়ে এটি হালানের অষ্টম হ্যাটট্রিক। প্রথম ম্যাচে এক গোলের পর দ্বিতীয় ম্যাচে আইপস উইচ টাউনের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এবার ওয়েস্ট হামের বিপক্ষেও করলেন তিন গোল। প্রিমিয়ার লিগে এটি হালানের অষ্টম হ্যাটট্রিক। আর সব মিলিয়ে ২৪ বছর বয়সী হালানের হ্যাটট্রিক সংখ্যা এখন ২৪টি (২৫১ ম্যাচে)।

একুশ শতকে হ্যাটট্রিকের তালিকায় হালানের অবস্থান এখন পাঁচ নম্বরে। তাঁর আগে রয়েছেন – ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৬০), লিওনেল মেসি (৫৭), রবার্ট লেভান্ডস্কি (৩২) ও লুইস সুয়ারেজ (২৯)।

Loading...