loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

এমবাপের দুই গোলে বেটিসকে হারালো রিয়াল


এমবাপের দুই গোলে বেটিসকে হারালো রিয়াল

কিলিয়ান এমবাপে লা লিগায় গোলখরা কাটালেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই ফরাসি তারকা টানা তিন ম্যাচ গোলহীন থাকার পরে চতুর্থ ম্যাচে গোল পেলেন। তাঁর দুই গোলে সান্টিয়াগো বার্নাবিউতে রোববার (১ সেপ্টেম্বর) বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ ব্যবধানে।

এমবাপে এই মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে মাদ্রিদে যোগ দিয়ে ইউয়েফা সুপার কাপে অ্যাটালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ম্যাচে গোল করলেও লা লিগায় জালের দেখা পাচ্ছিলেন-না। অবশেষে লিগে গোলখরা কাটালেন ফরাসি ফরোয়ার্ড, তা-ও আবার দুই গোলে।

এমবাপে এদিন ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে প্রথম গোল করেন। আট মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে বেটিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা উঠিয়েছিলেন লাইন্সম্যান; রেফারি ভিএআর-এর সাহায্যে পেনাল্টি দেন। এমবাপে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি। 

লিগ মৌসুমে এটি লস ব্লাঙ্কোস-এর চার ম্যাচে দ্বিতীয় জয়। আট পয়েন্ট নিয়ে টেবিলে দলটির অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে এফসি বার্সেলোনা।

Loading...