loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

ঘরের মাঠে লিভারপুলের কাছে ম্যানইউ’র পরাজয়


ঘরের মাঠে লিভারপুলের কাছে ম্যানইউ’র পরাজয়

কাসেমিরোর কাজ – প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো। ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হয়ে বহু ম্যাচে সেই কাজটা করেছেনও। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েও সেই ধারা অব্যাহত রেখেছিলেন। তবে রোববার (১ সেপ্টেম্বর) তাঁর দুই ভুলে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বড় ব্যবধানে হেরেছে ম্যানইউ।

লিভারপুলের কাছে ৩-০ গোলের পরাজয়টি লিগে টানা দ্বিতীয় হার দলটির। দি রেড ডেভিল্স এর আগে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরেছিল। কোচ এরিক টেন হাগের দল লিভারপুলের কাছে নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচেও ৩-০ ব্যবধানে হেরেছিল।

অন্যদিকে চেল্সি-ও নিজ মাঠে হোঁচট খেয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে দি ব্লুজ ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। নিজ মাঠে শুরুটা প্রত্যাশিত ছিল চেলসির। এনজো মারেস্কার দল পঁচিশতম মিনিটে নিকোলাস জ্যাক্সনের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের গোল এক পয়েন্ট এনে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। 

লিগে তিন ম্যাচে একটিই জয় চেল্সির। দলটি প্যালেসের সঙ্গে ড্র করার আগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে।

এদিন জিততে পারেনি টটেনহাম হটস্পারও। নিজ মাঠ সেইন্ট জেমস পার্কে নিউক্যাসল ২-১ গোলে হারিয়েছে স্পার্সকে। এদিন হার্ভি বার্নাস ৩৭ মিনিটে দি ম্যাগপাইকে এগিয়ে দেন। স্পার্স ৫৫ মিনিটে সমতা ফেরায়। নিউক্যাসলের ড্যান বার্ন নিজেদের জালে বল জড়ালে স্কোর হয় ১-১। আত্মঘাতী গোলে সমতা আনলেও পরাজয় এড়াতে পারেনি টটেনহাম। ৭৮ মিনিটে আলেকজান্ডার আইজ্যাকের গোল পুরো তিন পয়েন্ট এনে দেয় নিউক্যাসলকে।

লিগে তিন ম্যাচে এটা নিউক্যাসলের দ্বিতীয় জয়, অন্যটি হয়েছিল ড্র। পক্ষান্তরে, তিন ম্যাচে টটেনহামের এটি প্রথম পরাজয়। দলটি অন্য দুই ম্যাচের একটি ড্র করে জিতেছিল একটি।

Loading...