loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

‘তুফান’ এবার আসছে দুই ওটিটিতে


‘তুফান’ এবার আসছে দুই ওটিটিতে

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ গত ঈদে মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পরই লুফে নিয়েছেন দর্শক। সিনেমা হলে দারুণ ব্যবসা করেছে ছবিটি। এবার ব্যবসা সফল এই ছবিটি আসছে ওটিটিতে। খুব শিগগির ওটিটি প্ল্যাটফরম হইচই এবং চরকীতে দেখা যাবে ছবিটি। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিনেমাতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পরে সিনেমায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। সেই সঙ্গে তুফানে শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রূপে পেয়েছেন এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সঙ্গে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়া মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেবসহ এই সিনেমায় অভিনয় করেছেন আরও অনেকেই। 

‘তুফান’ সিনেমার গানগুলো মুক্তির পরপরই সাধারণ মানুষ পছন্দ করেছে। ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’, ‘ফেঁসে যায়’সহ সিনেমায় পাঁচটি গানই পছন্দ করেছেন দর্শক।

Loading...