loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস সৃষ্টি


পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস সৃষ্টি

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস: ২৭৪-১০, ৮৫.১ ওভার (আইয়ুব ৫৮, মাসুদ ৫৭, সালমান ৫৪; মিরাজ ৫-৬১, তাসকিন ৩-৫৭)
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬২-১০, ৭৮.৪ ওভার (লিটন ১৩৮, মিরাজ ৭৮; শাহজাদ ৬-৯০)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৭২-১০, ৪৬.৪ ওভার (সালমান ৪৭*, রিজওয়ান ৪৩, হাসান ৫-৪৩, রানা ৪-৪৪)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৮৫-৪, ৫৬ ওভার (জাকির ৪০, শান্ত ৩৮, মোমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১ *; সালমান ১-১৪)
ফলাফল: বাংলাদেশ ছয় উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচ-সেরা: লিটন দাস (বাংলাদেশ)
সিরিজ-সেরা: মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো। সফরকারী বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। টাইগাররা প্রথম টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল। ফলে, বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতলো। নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়লো।

বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে নবম টেস্ট সিরিজ জিতলো। এটি টাইগারদের তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে সিরিজ জয়। টাইগাররা এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল। বাংলাদেশ দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো।

এই জয়ে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছে। ছয় ম্যাচে তিনটি করে জয়-পরাজয়ে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট রয়েছে টাইগারদের। পাকিস্তান এই টেস্ট হারলেও পয়েন্ট হারালেও অষ্টম স্থানেই রয়েছে। সাত ম্যাচে দুই জয় ও পাঁচ পরাজয়ে ১৯.০৫ শতাংশ পয়েন্ট পাকিস্তানের। টেবিলের শীর্ষে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।

প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাঁর দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের পরে প্রধান উপদেষ্টা শান্তকে ফোন করে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের  নিয়ে গর্বিত।’

প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তাদের সকলকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপ্রধান বাংলাদেশের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

Loading...