loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

খালেদা জিয়া পাঁচ মামলায় খালাস পেলেন


খালেদা জিয়া পাঁচ মামলায় খালাস পেলেন

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিভিন্ন অভিযোগে মানহানির পাঁচ মামলায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খালাস পেয়েছেন। তাঁকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক চারটি ও তোফাজ্জল হোসেন একটি মামলায় খালাসের আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, এসব মামলায় মঙ্গলবার চার্জ শুনানির দিন ধার্য ছিল। বাদী পক্ষ হাজির না-হওয়ায় আমরা খালাস চেয়ে আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে এসব মামলা থেকে খালাস দেন।

জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এবি সিদ্দিকীর আনা একাধিক মামলাসহ মানহানির পাঁচ মামলায় খালাসের এই রায় দিয়েছেন আদালত।

মামলার বাদীরা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আদালতে হাজির হননি। একাধিক মামলার বাদী এবি সিদ্দিকের মৃত্যু হয়েছে। এ-অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। পরে আদালত তাঁকে মামলাগুলো থেকে খালাস দেন।

Loading...