loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

পাকিস্তান সিরিজ জয়ে টাইগারদের কয়েকটি রেকর্ড


পাকিস্তান সিরিজ জয়ে টাইগারদের কয়েকটি রেকর্ড

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরও একটি দারুণ অর্জন। এর আগে কখনোই সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয় না-পাওয়া পুরুষদের দল দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে এবার প্রতিপক্ষের মাঠে তাঁদেরকে হোয়াইট ওয়াশ করেছে। টাইগাররা রাওয়ালপিন্ডি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং – সব বিভাগেই দুর্দান্ত খেলেছে। কখনো পেসারারা ব্যবধান গড়ে দিয়েছেন, কখনোবা স্পিনাররা। টপ অর্ডার ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে না-পারলে সেটা করে দেখিয়েছেন মিডল-এ নামা ব্যাটাররা। আবার কখনো টপ অর্ডার ব্যাটাররাই এগিয়ে দিয়েছেন দলকে।

নাজমুল হোসেন শান্তর দল প্রথম টেস্টে ১০ উইকেটের দারুণ এক জয়ের পরে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় পেয়েছে। এমন সিরিজ জয়ের পথে দারুণ কিছু রেকর্ডও গড়েছে টাইগাররা।

তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়
টেস্টে বাংলাদেশ সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে টাইগারদের লক্ষ্য ছিল ২১৫ রান। আর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ১৮৫ রান তাড়া করে জয়টি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ।

ইংল্যান্ডের ছাড়া যে-কীর্তি শুধুই বাংলাদেশের
পাকিস্তান টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে শুধুমাত্র একবারই হোয়াইটওয়াশ্ড হয়েছিল। ইংল্যান্ড ২০২২ সালে পাকিস্তান সফরে স্বাগতিক দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল। এরপর বাংলাদেশই পারলো পাকিস্তানকে তাঁদেরই মাটিতে টেস্টে ধবলধোলাই করতে।

লাকি সেভেন
বাংলাদেশ দল টেস্টে এ-পর্যন্ত ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে সাতবার, এবং টাইগাররা সেই সাতবারই জয় পেয়েছে।

(সংকলিত)

Loading...