ক্রিস্টিয়ানো রোনাল্ডো গত ম্যাচেও দলের জয়সূচক গোল করেছিলেন; আর সেই গোলে স্পর্শ করেছিলেন ৯০০ গোলের অনন্য মাইলফলক। তিনি টানা দ্বিতীয় ম্যাচেও পর্তুগালের নায়ক। সিআর সেভেন এবার স্কটল্যান্ডের বিপক্ষে বদলি নেমে দলকে জেতালেন। পর্তুগাল নিজেদের মাঠে রোববার (৮ সেপ্টেম্বর) ইউয়েফা নেশন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়ে পরে ২-১ গোলে জিতেছে।
এদিন সপ্তম মিনিটে স্কট ম্যাকটমিনি গোল করে এগিয়ে দেন স্কটল্যান্ডকে। ৫৪ মিনিটে দলকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। রোনাল্ডো ৮৮ মিনিটে জয়সূচক গোল করেন।
এই জয়ে পর্তুগাল ছয় পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে।