loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়


শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

বাংলাদেশ-ভুটান ম্যাচ গোলশূন্য ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল। তবে ভুটানের বদলি খেলোয়াড় কিঙ্গা ওয়াংচুক সেটি আর হতে দিলেন-না। তিনি ম্যাচের যোগ করা সময়ে বাংলাদেশি ফুটবলারদের হৃদয় ভেঙে দিলেন। তাতে দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানের জয় পায় ভুটান। ৯১ মিনিটে কিঙ্গার ভলি যেন গোলবারে নয়, বাংলাদেশের খেলোয়াড়দের হৃদয়েই বিদ্ধ হলো। ফ্রি কিক থেকে পাওয়া বল ডি বক্সে কয়েক সতীর্থ ঘুরে তাঁর কাছে এলে বদলি নামা কিঙ্গা বল দেন জালে। ভলি প্রতিহত করার কোনো সুযোগই ছিল না মিতুল মারমার। জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা যোগ করা সময়ে চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেননি।

থিম্পুতে দুই ম্যাচ প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার (৮ সেপ্টেম্বর) ভুটানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার শিষ্যদেরকে ম্যাচের শেষদিকে ভুটানের কিঙ্গা ওয়াংচুকের দেওয়া একমাত্র গোলে হারতে মানতে হয়েছে। বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচে তরুণ ফরোয়ার্ড মোরসালিনের দেওয়া একমাত্র গোলে ভুটানকে ১-০ গোলেই হারিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে দুই ধাপ এগিয়ে আছে ভুটান (১৮২)। তাই এই সিরিজে ভালো করলে র‌্যাংকিংয়ে এগোনোর সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজ ড্র করায় এখন সে সম্ভাবনা ফিকে হয়ে এলো।

থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। রাকিব হোসেনের জায়গায় খেলেছেন শাহরিয়ার ইমন। এছাড়া বিশ্বনাথ ঘোষের বদলে একাদশে সুযোগ পান ইসা ফয়সাল। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন সোহেল রানা। প্রথমার্ধে দুই দলের কেউই বলার মতো আক্রমণ করতে পারেননি। গোলশূন্য থাকে এই অর্ধ।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় রাব্বি হোসেন রাহুলকে মাঠে নামান কাবরেরা। মোরসালিনের জায়গায় মাঠে প্রবেশ করেন জামাল। এতেও অবশ্য আক্রমণের ধার বাড়েনি। উল্টো যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে আলতো প্লেসিংয়ে কিংগা ওয়াংচুক জাল স্পর্শ করেন।

Loading...