loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

  • চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের জয়

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  • মেট্রোরেল শুক্রবারও চলবে

  • সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান

ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা


ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ পুরুষ দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবে। প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে। দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

সম্প্রতি পাকিস্তানকে ২-০ ব্যবধানে পরাজিত করা দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁর জায়গায় এসেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী অনিক। এটি একমাত্র পরিবর্তন। কুঁচকির চোট থেকে সেরে উঠতে না-পারায় শরিফুলকে স্কোয়াডে পাওয়া যাচ্ছে-না।

শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকবেন চারজন। তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন – নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা ২৬ বছর বয়সী অনিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। অনিক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। চারটি সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২,৮৬২। তিনি গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন।

টাইগাররা দুর্দান্ত ছন্দ নিয়েই ভারত সফরে যাবে। নাজমুল হোসেন শান্তর দল সর্বশেষ সফরে পাকিস্তানকে তাঁদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পরে দ্বিতীয় টেস্টে জিতেছিল ছয় উইকেটে।

বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।

Loading...