loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতলো আত্মঘাতী গোলে

  • ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতোরে স্কিলাচির আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

  • কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

  • ডিআইআইটি শিক্ষার্থী’র উদ্ভাবন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র অফিসিয়াল ফেইসবুক পেইজে বুধবার (১৮ সেপ্টেম্বর)  ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিরাচরিত সংবাদ সম্মেলন করে নয়, একটু অন্যরকমভাবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করলো। বিসিবি বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানিয়েছেন – কাঁরা রয়েছেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে। বিসিবি’র উইমেন্স উইংয়ের প্রধান ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সূচনা বক্তব্যের পরে ১০টি দেশের ১০ প্রবাসী বাংলাদেশি ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। দুই মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি নিগার সুলতানা জ্যোতিদের শুভ কামনা জানিয়েছেন।

দলে চমক হয়ে এসেছেন – এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না-খেলা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার অবশ্য শ্রীলংকা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও রয়েছেন দলে। ২০ বছর বয়সী দিশা ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন। তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের।

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে ১০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশর সাথে 'বি' গ্রুপে রয়েছে – ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোশতারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানি, দিশা বিশ্বাস।

Loading...