loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতলো আত্মঘাতী গোলে

  • ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতোরে স্কিলাচির আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

  • কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

  • ডিআইআইটি শিক্ষার্থী’র উদ্ভাবন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন


চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো হ্যারি কেইনের চার গোলে ডিনামো জাগ্রেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করে। জার্মান ক্লাবটি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচে নয় গোল করার রেকর্ডও গড়েছে। কেইন ১৯ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইংলিশ অধিনায়ক স্পট কিক থেকে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন। কেইন চ্যাম্পিয়ন্স লিগে এর মাধ্যমে গোলসংখ্যা ৩৩’এ বৃদ্ধি করলেন। কোনো ইংলিশম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। ওয়েইন রুনি ৩০ গোল করে এতদিন পর্যন্ত এই রেকর্ড ধরে রেখেছিলেন।

বায়ার্ন এদিন বিরতির পরে ইনজুরির কারণে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে হারায়। এই সুযোগে জাগ্রেব পরপর দুই গোল করে ব্যবধান ৩-২’এ নামিয়ে আনে। ফরোয়ার্ড মাইকেল ওলিস চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেই দুই গোল করেছেন। এছাড়া বায়ার্নের বড় জয়ে অবদান রেখেছেন – রাফায়েল গুয়েরেইরো, লেরয় সানে ও লিও গোরেতজা।

ম্যাচ শেষে কেইন বলেছেন, ‘এটা একটি দুর্দান্ত ম্যাচ ছিল, একটু বেশি পাগলামি হয়ে গেছে। এই প্রথম পেনাল্টি থেকে এক ম্যাচে আমি তিন গোল করেছি। এই ধরনের ঘটনা সচরাচর ঘটেনা। পেনাল্টির অনুশীলনে আমি বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। কিন্তু সত্যি বলতে কি, তৃতীয় শটটি কিভাবে নেবো – সে-ব্যপারে একেবারেই প্রস্তুত ছিলাম-না। সৌভাগ্যবশত: সবকিছু ঠিক মতোই হয়েছে।’

কেইন বলেছেন দ্বিতীয়ার্ধে কিছু সময় বায়ার্ন ছন্দ হারিয়ে ফেলেছিল। তিনি অবশ্য শীর্ষ সারির প্রতিপক্ষের বিপক্ষে এই ধরনের ম্যাচে শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন।

বায়ার্ন-বস ভিনসেন্ট কোম্পানি চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে অভিষিক্ত হয়েই এত বড় জয়ে রেকর্ড গড়লেন। উচ্ছসিত কোম্পানি বলেন, ‘আমি দারুণ খুশি। খেলোয়াড়রা সবাই দারুণ খেলেছে, গোল করেছে।’

দলের মানসিকতার প্রশংসা করে ম্যানচেস্টার সিটির সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা দুই গোল হজম করেছি। কিন্তু তারপরও শান্ত ছিলাম। আমি জানি এসব বিষয় নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত হওয়া উচিৎ ছিল। আশা করছি – পরের ম্যাচে এসব সমস্যা কাটিয়ে উঠতে পারবো।’

ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন ২০০২-০৩ মৌসুম থেকে এ-পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ২০টি ম্যাচেই জয়ী হয়েছে। ২০২০ সালে কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে ৮-২ গোলের রেকর্ড জয়কেও এদিনের ম্যাচের ফলাফল ছাড়িয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন সিঙ্গেল ফর্মেটে গোল ব্যবধানও একসময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী অভিজ্ঞ থমাস মুলা এদিন দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে ১৫২তম ম্যাচ খেলতে মাঠে নামেন। যেকোনো খেলোয়াড়ের জন্য একটি একক ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটাই সর্বোচ্চ ম্যাচ। এর মাধ্যমে তিনি বার্সেলোনার জাভিকে টপকে গেছেন।

Loading...