loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

  • চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের জয়

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  • মেট্রোরেল শুক্রবারও চলবে

  • সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান

দেশের সব পোশাক কারখানা রোববার থেকে খোলা


দেশের সব পোশাক কারখানা রোববার থেকে খোলা

চলতি মাসের প্রথম থেকেই দেশের পোশাক খাতসহ শিল্পাঞ্চলগুলোতে শুরু হওয়া অস্থিরতার পর পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বাংলাদেশের সব পোশাক কারখানা রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে। রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। অবশ্য বিশৃঙ্খলা হলে নিরাপত্তা-শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক – এমনটাও জানিয়েছে বিজিএমইএ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

শিল্প মালিকরা পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। গত দুই সপ্তাহ ধরে এরকম পরিস্থিতি আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে। শিল্প মালিকরা অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বিজিএমইএ ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি তুললেও কারও উস্কানিতে পা না-দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম-অসন্তোষ নিসরণে কাজ করছেন।

সভায় অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

Loading...