গিটারবাদক মহান ফাহিম ‘অর্থহীন’ ব্যান্ড থেকে বিদায় নিলেন। ‘লিজেন্ডস অফ দি ডেকেড’ কনসার্টের মধ্য দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘অর্থহীন’-এর সঙ্গে আট বছরের যাত্রা শেষ হয়েছে তাঁর।
শারীরিক অসুস্থতার কারণে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়ে ফাহিম তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন, ‘অর্থহীন এর সঙ্গে আমার ৮ বছরের যাত্রা সমাপ্ত হলো গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইন এর একটা ডিস্ক স্লিপ করে এম আর আই তে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচন্ড ব্যথা অনুভব করা শুরু করি।
ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারি কিছু বহন করতে নিষেধ করেছে। যেই কারণেই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি বসে গিটার বাজাতে পারবো, তাই স্টুডিও তে কাজ করবো। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করবো; অতএব মিউজিক থেকে সরে যাবার কোনো কারণ নাই।
সুমন ভাই, মার্ক, জাহিন এর সাথে স্টেজ এ পারফরম্যান্স অনেক মিস করবো। অর্থহীন-এর সকল সফলতা কামনা করছি।
অর্থহীন-এ থাকাকালীন সময় যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন – আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইন্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীন-এর ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।’
‘অর্থহীন’ ব্যান্ডের দলনেতা বেজবাবা সুমন মহানের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। ফেইসবুকে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘Mahaan Fahim, ধন্যবাদ তোমায় ২০১৭ সাল থেকে আমাদের সাথে থাকার জন্য। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। আমরা তোমার ফিরে আসার জন্য অপেক্ষায় থাকলাম।’